প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৪, ৫:৪০ পি.এম
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মিয়ানমারের জলসীমানায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ বিওপির ওপারে তিন কিলোমিটার পূর্বে নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। এ ধরনের জাহাজ নাফ নদে সচরাচর দেখা যায় না।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদে সে দেশের জলসীমানায় একটি বড় জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কিসের জাহাজ জানা যায়নি।
সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে নাফ নদে মিয়ানমার সীমান্তে একটি নেভির জাহাজ দেখা গেছে। তবে, এখন সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে।
এদিকে, সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর গত কয়েকদিন ধরে তেমন কোনও শব্দ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।