মাহবুব পিয়াল,ফরিদপুর: ফরিদপুরে ৫০০ টাকায় গরুর গোস্ত বিক্রি করে সাড়া ফেলানো সেই ডাক্তার এবার স্বল্পমূল্যে তরমুজ ও আনারস বিক্রি শুরু করেছেন।
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই তরমুজ কিনতে উৎসুক জনতার ভিড় জমে যায়। সেখানে ৫ থেকে ৬কেজি ওজনের বড় তরমুজ বিক্রি হচ্ছে ২শ' টাকায় । আর ছোট থেকে বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে একশো টাকা।এবং আনারস বিক্রি করছেন ৩০ টাকায় ।
ফরিদপুরের ক্রেতা সাধারণ এই উদ্যোগকে স্বাগত জানান। স্বল্পমূল্যে তরমুজ ও আনারস কিনতে পেরে তারা খুশি। অনেকে বলেন, এবারের রোজার এই ১১ দিনে এসে এই প্রথম পরিবারের জন্য একটি তরমুজ কিনছি। গরিব ও নিম্ন আয়ের মানুষ এতে ইফতারে পরিবারের মানুষের মুখে একটু তরমুজ তুলে দেয়ার সৌভাগ্য পেলো।
এভাবে সস্তায় তরমুজ বিক্রি করে ফরিদপুরবাসীর মন জয় করে নেয়ার কৃতিত্ব ডা. নাহিদ-উল-হক নামে স্থানীয় একজন ডাক্তারের। হরমোন ও অ্যান্ড্রক্রোলজিস্ট এই চিকিৎসক এর আগে রমজান উপলক্ষে মাত্র ৫০০ টাকায় গরুর গোস্ত বিক্রির কর্মসূচি শুরু করেন। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই কর্মসূচি এখনো নিয়মিত চলছে। শুক্রবার শহরের লক্ষ্মীপুর মহল্লার ঈদগাহে পাঁচটি দেশীয় গরু জবাই করে সেগুলোর গোস্ত ৫শতটাকা কেজি দরে বিক্রি করেন। এর পাশাপাশি শুক্রবার থেকে সস্তায় তরমুজ ওআনারস বিক্রি শুরু হলো।
এব্যাপারে ডা. নাহিদ-উল-হক বলেন, ফরিদপুরবাসী তথা সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই থ্রী জেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সাধারণ মানুষ স্বল্পমূল্যে এভাবে গরু কিনতে পেরে উচ্ছসিত। তারা চান এই উদ্যোগ যেনো আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রয়োজনে সামর্থ্যবানেরা একাজে এগিয়ে আসে এটিই তাদের দাবি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।