1. admin@thedailypadma.com : admin :
অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ১১ টি বেঞ্চ গঠন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার এক বছরের কারাদণ্ড গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫২ জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী যা বললেন

অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ১১ টি বেঞ্চ গঠন

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View
প্রায় এক মাসের অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ১১ টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে এ অবকাশকালীন ছুটি।
এ বিষয়ে সম্প্রতি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মার্চ  রবিবার থেকে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি ২০২৪ সালের ১০৭ ও ১১১ নং গঠনবিধি অনুসারে অবকাশকালীন বেঞ্চসমূহ গঠন করেছেন।
এর মধ্যে ৭টি দ্বৈত বেঞ্চ । বাকি ৪টি একক বেঞ্চ।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ৩ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ,৩১ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৮ এপ্রিল,৯ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি কে এম কামরুল কাদেরের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি মো.মজিবুর রহমান মিয়ার একক হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ২ এপ্রিল,৩ এপ্রিল, ৪ এপ্রিল,৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও  কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ,  ৩১ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল ও ৩ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি মো.শাহিনুর ইসলাম ও বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট ও ফৌজদারি আবেদন (দুদক ও মানিলণ্ডারিং ব্যতীত) শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল ও ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি ভীষ্মদেব চত্রবর্তী ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ,২৫ মার্চ,২৭ মার্চ, ২৮ মার্চ,৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ২৭ মার্চ, ২৮ মার্চ,  ৩১ মার্চ, ১ এপ্রিল,৩ এপ্রিল,১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি ফাতেমা নজীবের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল,৩ এপ্রিল  ও ৪ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয় একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
বিচারপতি মো.খায়রুল আলমের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৩ এপ্রিল,৪ এপ্রিল, ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews