ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আর নেই।
রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল আজিজ বলেন, ঝর্না আন্টি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসায়ই তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সাড়া ফেলেন পূজা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।