মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী এতিম দুই শতাধিক শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়েছে।এ সময় নিবাসী এতিম শিশুদের জন্য ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম নিবাসী শিশুদের হাতে ঈদের নতুন জামা কাপড় তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে অনুষ্টানে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান মৃর্ধা, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার, শহর সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, সম্মিলিত সাংস্কৃতিক জোট,ফরিদপুরের সাধারন সম্পাদক সিরাজ- ই কবীর খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।ইফতার পুর্ব দেশ ও জাতির কল্যান ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান।
Leave a Reply