ফরিদপুরে ঈদের জামাত শেষে বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর ৩ আসনের এমপি এ. কে. আজাদ।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন এ. কে. আজাদ। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের. সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএসএনআই।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহাসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, জেলা ও দয়ারা জজ আকবর আলী শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, স্থানীয় সরকার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঈদের জামাতে শরিক হন।
বক্তারা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এরপর দোয়া ও মুনাজাত করা হয়। পরে কুশল বিনিময় করা হয়।
Leave a Reply