হরমুজ প্রণালি থেকে একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। ইসরায়েলের এক ধনকুবের জাহাজটির মালিক। তবে জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির কাছে সূত্রটি জানায়, ইরানের নৌবাহিনী এমএসসি অ্যারিস নামের জাহাজটি যে আটক করেছে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। তাছাড়া ওই জাহাজে ১৭ ভারতীয় ক্রু রয়েছেন। এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ইরনা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আটকের পর জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন।
জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।