ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলে চালানো এ নজিরবিহীন সামরিক অভিযানের নাম দিয়েছে 'ট্রু প্রমিস' অর্থাৎ সত্য প্রতিশ্রুতি। আর এই ট্রু প্রমিস শুরু করার পর দিশেহারা হয়ে পড়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।
হামলার শুরুর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর: আল-জাজিরার।
ইরানের হামলার পর এটাই দুই নেতার প্রথম ফোনালাপ। এসময় বাইডেন নেতানিয়াহুকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে, ইসরাইলের একটি মানবাধিকার গ্রুপ গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ডেমোক্রেসি ফর দ্যা আরব ওয়ার্ল্ড নাউ (ডন) যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে যুদ্ধের উসকানি বন্ধের দাবি জানিয়েছে।
ডন বলছে, গোটা মধ্যপ্রচ্যকে অশান্ত করছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের উচিৎ ইরায়েলকে গাজায় হামলা চালানোর উস্কানি না দিয়ে এখনই কূটনৈতিকভাবে ও আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করা।
সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) ভোর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান।
ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন।
এমন অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।