প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ১২:১৬ পি.এম
ফরিদপুরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বোববার (১৪ এপ্রিল) সকালে ফরিদপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসন এ অনুষ্ঠাণের আয়োজন করে।
বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী, ফরিদপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বর্ষবরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দেশিয় খাবার আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিব মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে শহরের মুজিব সড়কে বের করা হয় নানা উপকরণ ও বর্ণিল সাজের মঙ্গল শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে আনন্দ শোভাযাত্রাটি মুজিব মঞ্চে গিয়ে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা নতুন বছরে নতুন উদ্দীপনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।