ন্যায় বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের ৩০ বছর এবং ন্যায়বিচারের পথিকৃত ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেন এর জন্মদিন উপলক্ষে প্রতিটি জেলায় ২০ এপ্রিল ২০২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত "ব্লাস্ট আইনি সেবা সপ্তাহ" পালন করবে।
আজ ২০ এপ্রিল ব্লাস্ট ফরিদপুর ইউনিট কার্যালয়ে বেলা ১১ টায় ব্যাতিক্রমী এক আয়োজনে কেক কেটে ড. কামাল হোসেনের জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট পরিচালনা কমিটির সভাপতি এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বসু, পরিচালনা কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার। কোর্ট চত্বরের ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ীকে এ সময় আমন্ত্রণ জানানো হয় যা ছিল ব্যাতিক্রম। বিমলদা, উত্তম, ইউনুস ভাই এবং আইনজীবী সমিতির বার্তাবাহক সেলিম উপস্থিত ছিলেন। তারা এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে গভীরভাবে আনন্দিত।
ড. কামাল হোসেনের সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের সংবিধানের স্থপতি। এছাড়াও তিনি মত প্রকাশের স্বাধীনতার নিরলস সমর্থক এবং মানবাধিকার ও গণতন্ত্রের অবিচল রক্ষক। একজন আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে একজন বরেণ্য ব্যাক্তিত্ব। উপস্থিত সকলে ড. কামাল হোসেন স্যারের দীর্ঘায়ু কামনা করেন।
ব্লাস্ট, ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, স্টাফ লইয়ার অর্চনা দাস, সালিশ কর্মকর্তা ফারাহ দিবা এবং আইনজীবী সহকারী আইয়ুব আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।