এপ্রিলজুড়ে টানা তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। মে মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা পাওয়া যায়। সামান্য বৃষ্টিতে সাময়িক স্বস্তি এলেও গরমের তীব্রতা এখনো কমেনি। তবে বৃষ্টির ব্যাপারে সুখবর জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার গণমাধ্যমে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ খবর জানান।
তিনি জানান, আগামী ৬ মে’র পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমবে। সেই সঙ্গে মে মাসে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে মে মাসে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাসের মতো তীব্র তাপমাত্রা না হলেও চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বেশ তাপ অনুভূত হচ্ছে। শনিবার রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা শুক্রবারের মতোই উষ্ণ থাকতে পারে। রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা আছে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমবে তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।