মাহবুব পিয়াল, ফরিদপুর : স্কুলে আসা যাওয়ার জন্য ফরিদপুরে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ঐতিহ্যবাহী গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরন করা হয়। বাই সাইকেল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি ও স্কুলের দাতা সদস্য এম নুরুল আলম।
শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম বারের মত গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে বিনামূল্যে বাই সাইকেল বিতরন করা হয়। ফাউন্ডেশন কর্তৃক এ পর্যন্ত ১৩২ জন ছাত্রীর মধ্যে এই বাই সাইকেল বিতরণ করা হয়েছে। দূরবর্তী এলাকা থেকে স্কুলে যাতায়াতকারী, মেধাবী ছাত্রীদের সুবিধা ও আত্মবিশ্বাস বৃদ্ধি কল্পে ২০১৮ সাল থেকে প্রতি বছর এই বাই সাইকেল প্রদান করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে বাই সাইকেল বিতরন অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, মোঃ হোসেন আল রাসেদ, কামাল আহমেদ, মাহফুজুল আলম মিলন, মাকসুদ আলী বিদু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।