মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে দরিদ্র, অসহায় ও দু:স্থ্য রোগীদের মাঝে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেক বিতরন করা হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক তুলে দেন সমাজকল্যাণ সচিব খাইরুল আলম শেখ।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির এ সব চেক প্রদান করা হয়।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আলী আহসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম নুরুল হুদা, শহর সমাজসেবা অফিসার সুজাউদ্দিন রাশেদ, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার, এফ ডি এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান সহ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।