মাহবুব পিয়াল, ফরিদপুর : করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
পরে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হল চত্বরে এসে শেষ হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মো: আজহারুল ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বি এফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, টিটিসি ফরিদপুরের অধ্যক্ষ মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা: এমএ জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার। আলোচনা সভা শেষে পরিবেশ উন্নয়নের উপর অনুষ্টিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গাছের চারা ও উপহার সামগ্রী বিতরন করা হয়।এ ছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষপ্রেমী খ্যাত ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম শহরের কমলাপুর এলাকায় কুড়িটি নিম গাছের চারা রোপন করেছেন।
Leave a Reply