ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র সংগীত শিল্পি মিসেস লায়লা চৌধুরী ও বিশিষ্ট লেখক ও কবি হালিমা খাতুনের মৃত্যুতে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য পরিষদের কার্যালয়ে স্মৃতিচারন ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে মিসেস লায়লা চৌধুরী ও হালিমা খাতুনের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক ডা: ফজিলাতুর নেছা রানা, প্রবীন লেখক সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সেতার বাদক ফারাহ দিবা আহমেদ, মো: ফাহমিদুর রহমান, মো: মাসুদ হোসেন, নাট্যকার ম আহমেদ নিজাম, কবি আলীম আল রাজি আজাদ,কবি আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মিসেস লায়লা চৌধুরী ও হালিমা খাতুন স্ব স্ব ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন।তাদের মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পুরন হবার নয়। ফরিদপুরবাসী তাদেরকে শ্রদ্ধাভারে স্মরন করে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।