পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনের স্থায়ী-অস্থায়ী হাটে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্রেতারা অভিযোগ করছেন, সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্যই বাজারে বড় গরুর পরিমাণ বেশি। তবে বেপারিরা বলছেন, ছোট-মাঝারি গরু না থাকলেও বড় গরুর অভাব নেই।
ক্রেতারা বলছেন, কৃত্রিম সংকট করে গরু বেশি দামে বিক্রির চেষ্টা করছেন বিক্রেতারা। বাজার ফাঁকা করে বেশি দামে গরু বিক্রি করে অতিরিক্ত লাভের আশা করছেন বেপারিরা।
হাটে পশুর সংকট ও বাড়তি দামের কথা স্বীকার করেছেন অনেক বেপারিই। আবার অনেকেই শেষের অনিশ্চয়তায় লোকসানের ভয়ে আগেভাগেই পশু বিক্রি করে দেয়ার কথাও জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে, হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট থাকলেও বড় গরুর অভাব নেই। বেপারিরা বলছেন, দাম করলেও এসব গরুতে ক্রেতাদের আগ্রহ কম।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে কোরবানিযোগ্য পশু আছে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। এর আগে কখনো দেশীয় উৎস থেকে এতসংখ্যক কোরবানিযোগ্য পশুর জোগান ছিল না।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।