মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর অজ্ঞাত গাড়ির চাপায় মো. রাসেল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের জিপি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বাসিন্দা। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ।
তিনি বলেন, 'রাসেল বালিয়াকান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চাচার বাসার দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান মহাসড়কে। এসময় অজ্ঞাত একটি গাড়ি তার মাথা চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।'
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।