মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বর্নাঢ্য নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিদ হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান , স্বেচ্ছায় রক্তদান, আলোক চিত্র প্রদর্শনী , বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল ৩টায় আলীপুরস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুব মহিলা লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী , স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি ও জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। এ সময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশে উন্নতি হচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।