1. admin@thedailypadma.com : admin :
তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৬৪ Time View

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও দেশের অনেক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (২৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে আগামীকাল বুধবারের পর দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫৭ মিলিমিটার। এ ছাড়াও নেত্রকোনায় ৩৫, পঞ্চগড়ে ২৬, ঝালকাঠিতে ২২ মিলিমিটারসহ আরও কয়েক অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews