মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শহরের সিভিল সার্জন অফিসের সামনের সড়কে বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুর - ৩ সদর আসনের সংসদ সদস্য একে আজাদ।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বাংলাদেশ আওয়ামী ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য গোলাম মাওলা, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রফিকুল ইসলাম , পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, সহকারী বন কর্মকর্তা মোস্তফা আল হোসেন, বেসরকারি নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এবছর মোট ৩৫ স্টল উক্ত বৃক্ষ মেলায় অংশগ্রহণ করছে। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।