মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য মরহুম ইমাম উদ্দিন আহমাদ স্মরণে গঠন করা হয়েছে ইমাম ফাউন্ডেশন। আজ এ ফাউন্ডেশন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুর ১টার দিকে শহরের দুই নম্বর হাবিলি গোপালপুর এলাকায় অবস্থিত মরহুম ইমাম উদ্দিনের বাড়ির সংলগ্ন শহীদ মেজবাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিতা কেটে এ ফাউন্ডেশন এর উদ্বোধন করেন মরহুম ইমাম উদ্দিন আহমাদের নাতি ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক এজিএস সাইফুল ইমাম জিতু ও অপর নাতি মাইক্রোসপটওয়ারের সিনিয়র ইঞ্জিনিয়র আহাদুল ইমাম যশ।
ইমাম ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম শামসুন নাহার আহাদ এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য দেন ইমাম ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক সাইফুল আহাদ সেলিম, মো. হাসিবুর রহমান, পরিচালক মো. আনিসুজ্জামান মামুন, এস আর ফরহাদ, মো. শামীম আহমেদ, পারভীন আক্তার, মোজা মোল্লা, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আহমেদ, ছাত্রলীগ নেতা ফাহাদ বিন নীড় , এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত সাইম আহমেদ আরশীসহ অন্যান্যরা ।
অনুষ্ঠানে শহরের কমলাপুর ইমামবাগ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী ও শহীদ মেজবাহ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬শত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুটি বিদ্যালয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল আহাদ সেলিম জানান, এ ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে সমাজসেবা, মানবকল্যাণ এবং শিক্ষা বিষয়ে কাজ করা। তিনি বলেন, প্রতিবছরই এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক ইমাম উদ্দিন আহমাদের কর্মকান্ড ভুলে যেতে বসেছে । তাদের মাঝে ইমাম উদ্দিনকে জাগরুক রাখার জন্যই পারিবারিকভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।