মাহবুব পিয়াল,ফরিদপুর : শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্টান গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী ৩০ কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে গ্রামীন ব্যাংক ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ শাখার উদ্যোগে বৃহস্পতিবার সদস্যেদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।গ্রামীণ বাংকের চেয়ারম্যান মোহাম্মদ একেএম সাইফুল মজিদের নির্দেশনায় আলীয়াবাদ ফরিদপুর শাখায় গাছের চারা বিতরন করা হচ্ছে।
দুপুর ২টার দিকে আলিয়াবাদ শাখা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরন করেন গ্রামীণ ব্যাংক,যোনাল অফিস ফরিদপুরের নিরীক্ষনের ইউনিট প্রধান মো:আশরাফুল ইসলাম।
এসময় গ্রামীন ব্যাংকের আলীয়াবাদ শাখার ম্যানেজার মো:আহসানুল হক,সেকেন্ড ম্যানেজার মো:সোহরাব হোসেন,সিনিয়র অফিসার মো:আমজাদ হোসেনসহসকল কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply