❝ভালোবাসায় বাঁচুক সবুজ, সবুজে বাঁচুক প্রান❞ এই শ্লোগানকে সামনে নিয়ে ফরিদপুর রেল স্টেশন প্রাঙ্গনে আজ ২১ আষাঢ় ১৪৩১বঙ্গাব্দ ৫ জুলাই শুক্রবার ❝ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন❞ সংগঠন থেকে আয়োজন করা হয়েছে, পরম শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা বৃক্ষপ্রেমিক প্রয়াত মুজিবুর রহমান স্যারের স্মরণে বাগানীদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচী।
উক্ত কর্মসূচীর মধ্যমে বাগানীদের মধ্যে রক্ত কাঞ্চন, কলাবতী, ১১ ভ্যারাইটি রেইন লিলি কন্দ , হাইনান ইয়েলো ল্যানটার্ন চিলি চারা ( ফ্রান্স থেকে সংগ্রহ করা মরিচ চারা ), ডারউইন ব্লাড কাঠগোলাপ কাটিং বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব অমিত মনোয়ার, এডভোকেট শিপ্রা গোস্বামী, ক্ষীনা রহমান এবং ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন এর সভাপতি সাগর নন্দী ছাড়াও প্রয়াত মুজিবর রহমান স্যারের পরিবারের সদস্যবৃন্দ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।