1. admin@thedailypadma.com : admin :
নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৫৬ Time View

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ সিইও লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাসা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‍্যাব- ১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে তানভীর মাহামুদ পাসা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে র‍্যাব পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

তিনি আরও জনান, ২০২২ সালে ২৪ মার্চ র‍্যাব- ৯ সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। ফারুক আহমেদ জঙ্গি সদস্য হয়ে জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারাবন্দি ছিলেন। জেলা কারাগারের ৪ নম্বর সেলে আরও তিন জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলীম ও মঈনুদ্দিনের সঙ্গে একই সেলে থাকতেন ফারুক আহমেদ। তবে তিনি ২০১৩ সালে নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান। এরপর চাকরিরত অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews