নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার দলীয় রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। রবিবার (৪ আগস্ট) ঢাকার প্রতিটি এলাকায় গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সারাদেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও এই কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া আগামী সোমবার (৫ আগস্ট) বিকেলে স্থগিত হওয়া শোক মিছিল করারও ঘোষণা দেয়া হয়।
শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি এরকম এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এজন্যই আমরা গণজমাতের ডাক দিয়েছি।
জাতিসংঘ কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থাকে তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী তার বক্তব্য এ বিষয়টি বারবার বলেছেন। জাতিসংঘ প্রস্তাব দিয়েছে, তারা কোনো চিঠি দেয়নি। তাদের এই প্রস্তাবে আমরা সায় দিয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
Leave a Reply