মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ফরিদপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ। শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
গত দুদিন যাবত শহরে কোন ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থীবৃন্দ এবং আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ । এর মধ্যে শহরের বেশ কয়েকটি স্থানে কার্যক্রম পরিচালনা করেন তারা।
এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান আমাদের শহর আমাদের পরিষ্কার করতে হবে। আর তাই শহরকে ভালোভাবে সাজাতে হবে। এজন্যই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ নিয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় সবার হাতেই প্লাস্টিকের ঝুরি প্লাস্টিকের বেলচা রয়েছে।
অন্যদিকে ট্রাফিক কার্যক্রমে অংশ নেওয়া ছাত্ররা জানান তারা এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে খুশি। শহরে যাতে কোনরকম যানজট না হয় সেটাই এখন তাদের প্রথম লক্ষ্য। তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।