প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগ করেছেন। তারা হলেন- এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
শনিবার (১০ আগস্ট) রাতে তাদের পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতি অনুমোদন করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রশাসন-১ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘সংস্কারের’ যে দাবি উঠেছে, তার ধাক্কায় দেশের সর্বোচ্চ আদালতে এই পরিবর্তন হলো। এর আগে দুপুরে খবর আসে এই পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ ও নতুন প্রধান বিচারপতি নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ দেখান আন্দোলনকারী ছাত্র-জনতা।
Leave a Reply