মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধিঃ রাস্তা পরিষ্কার করতে ঝাড়ু হাতে নেমেছেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান কার্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টার দিকে ডিসি অফিসের সামনে থেকে তাদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।এর শহরের মুজিব সড়ক ও আশ পাশের সড়কে এই পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, শেখ সুলতান মাসুদ, শেখ খসরু, মামুন ফরাজী, লিটন বিশ্বাস, আরিফ,আলম এদের তত্ত্বাবধানে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দের সকল ইউনিটকে নিজ নিজ এলাকার রাস্তায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। এরই ধারাবাহিকতায় অপরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করতে সকলকে উদ্যোগী হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে দেশের জন্য। তবেই আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।