মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:ফ রিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার (১১ আগস্ট) দুপুর ১ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা যায়। সে সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই কলেজছাত্রকে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা ওই শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামের এক কলেজছাত্রও ওই স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে নিখোঁজের দু'দিন পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ঘটনার একমাস পেরানোর পর ফের গোসল করতে নেমে নিখোঁজ হলো সালেহ আহমেদ নামের আরেক কলেজছাত্র।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।