দিন কয়েক ধরে গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বিসিবি সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।
আজ বুধবার জরুরি সভায় বসেছেন বিসিবির ১০ পরিচালক। পুরোনো ৮ পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই নতুন পরিচালক এই বৈঠকে উপস্থিত হয়েছেন। এনএসসি থেকে মনোনয়ন পেয়ে পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম।
তাদেরকে জায়গা করে দিতে বিসিবির পরিচালনা পরিষদ থেকে বাদ পড়েন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।
বিসিবির এই জরুরি সভায় নিজের পদত্যাগপত্র জমা দেন নাজমুল হাসান পাপন। এরপরেই নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদকে নির্বাচন করা হয়। বিসিবি সভাপতি হতে ৯ পরিচালকের সমর্থন দরকার ছিল ফারুক আহমেদের। সেই সমর্থন পেয়ে সভাপতি হয়েছেন তিনি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।