মাহবুব পিয়াল , ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পাচ্চর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন ।
মানববন্ধন চলাকালে গ্রাম বাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমান স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি এ্যডভোকেট স্বপন কুমার পালের । উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছেন। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এলাকার নিরীহ ভুক্তভুগি মানুষ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।