কানপুরে গ্যালারিতে ভারতীয় ভক্তদের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার রবি। তার অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে কানপুর পুলিশ।
আজ শুক্রবার কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর এমন অভিযোগ করেন রবি নিজে।
পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে কানপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরিভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে মারধর করেনি।’
এর আগে পুলিশ জানিয়েছিল, রবির অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এও জানিয়েছিল তাকে হাসপাতালে পাঠানো হয়েছে ইনজুরি চেকআপের জন্য।
এর আগে চেন্নাইতেও ভক্তদের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ করেছিলেন রবি। এ সময় তিনি জানিয়েছিলেন ভারতীয় ভক্তরা তাকে পতাকা ওড়াতে দেননি।
Leave a Reply