মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে ইলিশ ও ডিম বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের হাজী শরিয়তউল্লাহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইলিশ বাজারে অভিযানে দাম বেশী রাখা ও ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়। ইলিশের বাজারে ভোক্তার অভিযানে প্রতি কেজি ইলিশের দাম কমেছে ৩/৪শ টাকা করে। এসময় ডিম,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলোতেও অভিযান পরিচালনা করা হয়। ডিমের দাম বেশী রাখাসহ নানা অসঙ্গতি থাকায় এক ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাজার কর্মকর্তা, আনসার সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।