ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বিশিষ্ট বাউল কবি মোক্তার দেওয়ান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৫৯ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যাসহ অসংখ্য আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ আছর চুনাঘাটা মাদ্রাসা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়।পরে তাকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
বাউল কবি মোক্তার দেওয়ান রচিত অধ্যাত্মিক দর্শনে বাউল সংগীত বইটি প্রকাশিত হয়েছে। ব্যাক্তিগত জীবনে তিনি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট-এ নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবরে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল কবি মোক্তার দেওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।