লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই জমে উঠেছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ একপেশে করে ফেলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে মায়ামি একপর্যায়ে চাপে পড়ে গেলেও পরে ঘুরে দাঁড়ায়। আর মেসির হাতে ওঠে ৪৬ নম্বর শিরোপা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেছেন আরেক অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের মাঠে ম্যাচটির ৪৫তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন স্বয়ং লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস। কিন্তু মিনিট দুয়েক পরই কলম্বাসের গোলকিপারের ভুলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মায়ামি। উঁচু হয়ে আসা সহজ একটি বল ধরতে গিয়ে কলম্বাস গোলকিপারের হাত থেকে ফসকে যায়। কাছে থাকা লুইস সুয়ারেজ সুযোগ কাজে লাগিয়ে দারুণ হেডে বল পাঠিয়ে দেন জালে।
এরপরও লড়াই চালিয়ে যায় কলম্বাস। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা ব্যবধান আবারও কমিয়ে আনে। তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় তাদের বড় ধাক্কা খেতে হয়। ৮৪তম মিনিটে কলম্বাস পেনাল্টি পেলেও মায়ামি গোলকিপার সেটা ফিরিয়ে দেন। ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে মায়ামি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।