মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজা মন্ডব পরিদর্শন করেছেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরন করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবত,রাহুতপাড়া,মাচ্চর ইউনিয়নের খালিলপুর বাজার, শিবরামপুর সাহা পাড়া,ঈশান গোপালপুর ইউনিয়নের পিঠা কুমড়া বাজার,লক্ষি দাসের হাট মাঝিপাড়া,ধুলদী রেলগেট, ডিগ্রীরচর ইউনিয়নের বালিয়াডাঙ্গী, পৌরসভার হরিসভা, টেপাখোলা শ্রী অঙ্গন, নীলটুলি ও লেকপাড় ফরিদাবাদ পূজা মন্ডব সহ সদর উপজেলার অর্ধশতাধিক পূজা মন্ডব পরিদর্শন করে জেলা বিএনপির নেতৃবৃন্দ ।এসময় তারা পূজা মন্ডবে দায়িত্বরত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।
এসময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদারেছ আলী ইছা, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,খন্দকার ফজলুল হক টুকু, ফাত্তাউল ইসলাম ফাত্তা, যুবদল নেতা ফরিদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সভাপতি মো: রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মোঃ রুবেল হোসেন দুলাল, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল রহমান শহীদ, প্রচার সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সেন্টু, শ্রমিকদল নেতা আব্দুস সাত্তার জোয়াদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply