মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মেলায় এক মেয়েকে উত্যক্তের জেরে চাকুর আঘাতে কাশেম বেপারী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুঁড়ালের আঘাতে মিলন (৩২) নামের অপর এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে কাসেম, মিলন সহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকা বাইচ দেখতে যায়। এসময় তাদের সাথে একজন মেয়েও ছিল। ওই মেয়েকে জয়ঝাপ এলাকার কয়েকজন ছেলে বিভিন্নভাবে উত্যক্ত করে। এর প্রতিবাদ করলে কাশেম বেপারীকে কিছু উচ্ছৃঙ্খল যুবক বুকের উপর চাকু মারলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে মাজার পিছনে কুপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।