মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের আশা আকাঙ্খাকে হত্যা করেছে। স্বৈরাচার শেখ হাসিনা এদেশকে লুণ্ঠন করে পালিয়েছে। সেই সাথে তার মন্ত্রী-এমপি এমন কী উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে। লুটপাট করে পালানো তাদের পুরোনো অভ্যাস।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিলচাপাদহের মৎস্যজীবী সমিতি ও স্থানীয়দের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌকা বাইচ এলাকা ঘুরে দেখা যায়, মাঝিমাল্লার গানের তালে তালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিলচাপাদাহে আবার ১৫ বছর পরে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হলো। নৌকা বাইচ দেখতে আসা বিল চাপাদাহের দুই পাড়ে বোয়ালমারী উপজেলা ছাড়াও আশপাশের কয়েক উপজেলার হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে।
বাইচ প্রতিযোগিতায় সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন টিআইয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি প্রমুখ।
বাইচে প্রথম হয়েছেন পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামোর বাকু শেখের ‘সোনার বাংলা‘ নৌকা। দ্বিতীয় হয়েছেন মধুখালী উপজেলার কোড়কদী গ্রামের পবণ বেগ নৌকা এবং তৃতীয় হয়েছেন বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের ‘জলপরী‘ নৌকা। বাইচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলেদেন অতিথিরা।
Leave a Reply