এক ওভারেই জোড়া উইকেট শিকার করেছিলেন তাইজুল ইসলাম। টোনি ডি জোর্জির পর ম্যাথু ব্রিটজকেও ফেরান এই স্পিনার। এর মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে, সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন।
মিরপুর টেস্টে সাকিব না থাকায় তাইজুলের ওপরই স্পিন বিভাগে মূল দায়িত্বটা ছিল। ঘরের মাঠে এই টেস্ট শুরুর আগে দুইশ উইকেটের মাইলফলক ছুঁতে ৪ উইকেট দরকার ছিল তাইজুলের। ব্রিটজকে সাজঘরে পাঠিয়ে সেই অপেক্ষা শেষ হয় তার।
এই মাইলফলকের পর আরো এক উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন তাইজুল। এটি তার ক্যারিয়ারের ১৩তম ফাইফার। এ নিয়ে টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২০১।
তাইজুলের ওপরে আছেন সাকিব। তার দখলে আছে ২৪৬টি উইকেট। এ তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৮৩টি উইকেট আছে তার দখলে।
এর আগে, মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৩ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে একাই ৫ উইকেট নিয়েছেন তাইজুল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।