মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ,সরকারি ইয়াসিন কলেজ,ফরিদপুর পলেটেকনিক ইনষ্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে কলেজ গুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না। তিনি বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেটাই দিতে এসেছেন তারা।
এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও তাদের ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে না আসায় দুঃখ প্রকাশ করেন। পাঠ্যবই গুলোতে ওয়াসিমের কথাও তুলে আসা প্রয়োজন বলে তিনি জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হাসান সাদ্দাম প্রমূখ।
পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন। #
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।