মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক -ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক মো: আশিক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব এফ ডি এ’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, একে এর নির্বাহী পরিচালক এম এ জলিল, পি ডাবলুও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, ব্রাক ফরিদপুরের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, পথকলির নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেনসহ জেলায় কর্মরত এনজিও প্রধান গন উপস্থিত ছিলেন।অনুষ্টানের শুরুতে ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়।অনুষ্টানে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা ও ফরিদপুরে এর কর্মকান্ড নিয়ে পেজেন্টেশন প্রদান করেন ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক মো: আশিক সিদ্দিকী।পরে মুক্ত অলোচনা সভায় বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তাগন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।