1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ঘোষণা

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর জেলা প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন ফরিদপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে বিষয়ের আলোকে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসন ফরিদপুরে কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগিত পরিবেশন ও শান্তির বেলুন উড্ডয়ন মাধ্যমে শুভ উদ্ভোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এসময়কালে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, দুদকের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, দুপ্রক প্রতিনিধিবৃন্দ, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্ভোধন শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ের সম্মুখের রাস্তায় মানব বন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর তাদের নিজ নিজ ব্যানার হাতে দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুদক ফরিদপুরের উপ-পরিচালক রতন কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতেই সনাক-টিআইবি’র পক্ষে দিবসটি উপলক্ষে ১৪ টি দাবী সম্মলিত উপস্থাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল ও দুদক সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদকের সাধারণ সম্পাদন মো: হাসানুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় বলেন টিআইবি ২০০৪ সাল থেকে দিবসটি পালন করছে, শতভাগ দুর্নীতিমুক্ত দেশ আসলে নেই,বিগত ২৪ বছর ধরে দিবসটি পাণের হয়ে আসছে, কিন্তু দুর্নীতি সেই মাত্রায় কমেনি। তিনি বিশ্বাস করেন তরুণদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন দুর্নীতি প্রতিরোধ নিজেকে দিয়ে শুরু করতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন; দুর্নীতি একটি ভয়ঙ্কর ব্যাধি, দুর্নীতিমুক্ত করতে প্রধমে দুর্নীতি মাত্রা কমাতে সকলকে কাজ করতে হবে। আমরা যে বৈষম্যের কথা বলছি, দুর্নীতি মানে হলো বৈষম্য। জেলা পুলিশের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত ফরিদপুর বাস্তবায়নে আমরা আপনাদের সাথে আছি। পাশাপাশি তিনি ফরিদপুরের চলমান পুলিশ কন্সটেবল নিয়োগে কোন প্রকার দুর্নীতি হয়নি বলে জানান। দুদক উপপরিচালক রতন কুমার দাশ বলেন ০৯ ডিসেম্বর হলো দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়, তরুনদের হাত ধরে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই দেশ থেকে দুর্নীতি দূর করতে সকলকে অংশগ্রহণ করতে হবে। তিনি ধর্মগ্রন্থের উদাহরণ তুলে ধরেন। তিনি আরও বলেন কেউ যদি ফোনে দুদকের পরিচয় দিয়ে প্রতারণা করে তাহলে আমাদেরকে জানাবেন। দুদক কখনও ফোনের মাধ্যমে কারও সাথে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন পরিবার থেকে দুর্নীতি রোধে শিক্ষা গ্রহণ করতে হবে। দুর্নীতিকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রযুক্তির ব্যবহার দুর্নীতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। তিনি সচেতন নাগরিক কমিটি, ফরিদপুর আয়োজিত তথ্য মেলার কথা উল্লেখ করেন, তিনি সকল অফিসে সিটিজেন চার্টার রাখার কথা বলেন, তিনি আরও বলেন জাতীয় সংগীতকে হৃদয়ে ধারণ করলে দুর্নীতি অনেকাংশে কমবে।

পাশাপাশি তিনি সকল সরকারি ও বেসরকারি দপ্তরকে সাথে নিয়ে ফরিদপুরকে একটি দুর্নীতি বিরোধী জেলা হিসেবে তৈরী করার জন্য জনগণকে জেলা প্রশাসন ফরিদপুরকে সহযোগিতার জোড় দাবী জানালেন। দুদক উপপরিচালক বক্তব্যের মাধ্যমেই আলোচনার সভার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews