মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় , কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ফরিদপুর এবং ওয়েল ফেয়ার সেন্টার ফরিদপুরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এস শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা । এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছিন কবীর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ষষ্ঠপদ রায়, টিটিসি ফরিদপুর এর অধ্যক্ষ প্রকৌশলী আখতারুজ্জামান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, ওয়েল ফেয়ার সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক মো: আশিক সিদ্দিকী, ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক এ কে এম দেলোয়ার হোসেন, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক আহমেদ খালেদ,বিদেশ ফেরত স্বনির্ভর নারী সুমি আক্তার,শিখা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংক ও এনজিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্টানে জীবন বিমার চেক,শিক্ষাবৃত্তির চেক ও প্রতিবন্ধি চেক প্রবাসী কর্মীর পরিবারের হাতে তুলে দেয়া হয়। সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে পূরুস্কার গ্রহন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফরিদপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক এ কে এম দেলোয়ার হোসেন।এছাড়া সর্ব্বোচ রেমিট্যান্স পাঠানো একজন পুরুষ ও একজন মহিলাকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।