1. admin@thedailypadma.com : admin :
ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

ব্যালন ডি’র অল্পের জন্য মিস হলেও ফিফা বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের নাম ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর এটি ফিফা বর্ষসেরার নবম আসর। অনুষ্ঠান শুরুর আগেই শোনা যাচ্ছিল, এবারের বর্ষসেরার পুরস্কার যাচ্ছে ভিনির হাতেই। পরে সেটিই সত্য হয়েছে। তবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ২০২৪ কোপাজয়ী লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদে নিজের নতুন সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার সিটির গোলমেশিন খ্যাত আর্লিং হলান্ড, এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রির মতো খেলোয়াড়দের সঙ্গে।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পেছনে অসামান্য অবদান ছিল ভিনির। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ গোল করেছিলেন তিনি। এর মধ্যে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করার কীর্তিও আছে। এছাড়া সুপারকোপায় বার্সেলোনার বিপক্ষে করেছিলেন গোলের হ্যাটট্রিক।

এবার সবমিলিয়ে ১১টি পুরস্কার নির্ধারণ করা হয়েছে ২১১টি ফিফা সদস্য দেশের অধিনায়ক ও কোচ, প্রত্যেক দেশ থেকে একজন করে বিশেষজ্ঞ সাংবাদিক এবং পপুলার ভোটের মাধ্যমে। গত ১০ ডিসেম্বর ভোটিং শেষ হয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দেওয়া হয়েছে ফিফার পুরস্কারটি।

২০২৪ ফিফা বর্ষসেরা হলেন যারা

বর্ষসেরা পুরুষ ফুটবলার: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনানাতি (বার্সেলোনা, স্পেন)

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)।

বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

বর্ষসেরা সেরা নারী কোচ: এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহের (সিকাগো রেড স্টার্স, যুক্তরাষ্ট্র)

পুরুষদের সেরা গোলের পুসকাস পুরস্কার: আলেহান্দ্রো গারনাচো (এভারটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেড)

নারীদের সেরা গোলের মার্তা পুরস্কার: মার্তা (ব্রাজিল বনাম জ্যামাইকা)

ফিফা ফেয়ার প্লে পুরস্কার: থিয়াগো মাইয়া (ইন্তারনাসিওনাল)

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গুলের্মে গান্দ্রা মউরা

ফিফা বর্ষসেরা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), কারবাহাল, রুডিগার, দিয়াস, সালিবা, বেলিংহাম, ক্রুস, রদ্রি লামিনে ইয়ামাল, হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews