মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিন আক্তার জোয়ারদারকে হাসপাতালে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের চিকিৎসকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. শাহিন জোয়ারদার শুধুমাত্র ফরিদপুরের নন, বাংলাদেশের সম্পদ। সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে এবং তাকে শারীরিকভাবে আহত করেছে। তার উপর হামলাকারীদের প্রধান যিনি তাকে এখনো গ্রেফতার করা হয়নি। দ্রুত তাকে আটক করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা। তা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেয়া হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।