রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭৭ জনকে।
এছাড়া ডেভিল হান্ট এবং অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।
এসময় তিনি আরো জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ৪৭৭ জনের মধ্যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুটি রামদা/দা এবং তিনটি হ্যামার রয়েছে।
অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।