1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১ মার্চ ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১ মার্চ ২০২৫

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-

জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাই তো খেই হারিয়ে তিনি এবার জনসম্মুখে বাগ্বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এমনকি, পরিস্থিতি চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়।

হোয়াইট হাউজ থেকে বেরিয়ে এক পোস্টে চারবার ‘ধন্যবাদ’ দিলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে চারবার ধন্যবাদ জানান তিনি।

ইউক্রেনের চিকিৎসাকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের চিকিৎসাকেন্দ্র এবং আরও বেশ কিছু স্থাপণায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এসব হামলা চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জেলেনস্কিকে সমর্থন দিলেন ইউরোপীয়ান নেতারা

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি প্রসঙ্গে হোয়াইট হাউজে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার পরই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা।

ইরান থেকে জ্বালানি তেল আমদানি বাড়াবে চীন

ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনো পুনরুদ্ধার সম্ভব: জেলেনস্কি

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। কারণ প্রত্যাশিত চুক্তি ও আলোচনা শেষ না করেই জেলেনস্কি হোয়াইট হাউজ ছেড়েছেন।

২০ বিলিয়ন রুপির রমজান প্যাকেজ চালু করলো পাকিস্তান

রমজানের জন্য ২০ বিলিয়ন পাকিস্তানি রুপির সহায়তা প্যাকেজ চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৪০ লাখ পরিবারকে লক্ষ্য করে এই প্যাকেজ ঘোষণা কর হয়েছে।

সৌদিতে সরকারি অফিসে দুর্নীতিবিরোধী অভিযান, গ্রেফতার ১৩১

সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে ১৩১ জনকে গ্রেফতার ও ৩৭০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতে তুষারধসে নিহত ৪, এখনো নিখোঁজ কয়েকজন

ভারতের উত্তরাখণ্ডে প্রবল তুষারধসে আটকে পড়েছিলেন ৫৫ জন শ্রমিক। শনিবার (১ মার্চ) দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। তবে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

রমজানের শুরুতে বিশ্বজুড়ে খেজুরের দাম কোথায় কত

২০২৫ সালে খেজুরের গল্পটা অন্যরকম। রমজানের শুরুতে মরুভূমির এই সুমিষ্ট ফল বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে। মিশর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া আর ইরাকের খেজুরের চাহিদা সারা দুনিয়ায়।

যে কারণে জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর কোনো ধরনের চুক্তি ছাড়াই বৈঠক শেষ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews