মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন (রহিতকরন) অ্যাদেশ ২০২৫ বাতিল করার দাবীতে বুধবার দুপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এসময় বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরন) অধ্যাদেশ ২০২৫ প্রনয়ণ ও কার্যকর হলে নির্বাচন ব্যবস্থাপনা তথা ভোটার তালিকা প্রনয়নে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে ডাটা প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে সিভিল রেজিস্ট্রেশন এর নিটক দারস্ত হতে হবে যা সংবিধানে প্রদত্ত নির্বাচন কমিশনের স্বাধীন অস্তিত্বেও পরিপন্থী। এছাড়াও জাতীয় পরিচয় পত্র সিভিল রেজিস্ট্রেশনে ন্যাস্ত হলে ভোটার তালিকার তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিলের কারনে ভোট প্রদান বাধাগ্রস্থ হবে এবং নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটবে, এছাড়াও তথভান্ডারের শুদ্ধতা বিনষ্ট হওয়ার আশংকা তৈরী হওয়ার পাশাপাশি নাগরিকদেও তথ্যের গোপনীয়তার অধিকার ক্ষুন্ন হতে পারে।
বক্তারা আরো বলেন, জাতীয় পরিচয় পত্র সিভিল রেজিস্ট্রেশনের কাছে ন্যাস্ত করা হলে ভোটার তালিকা হালনাগাদ বাধাগ্রস্থ হওয়াসহ বিঘ্ন ঘটবে আগামী সংসদ নির্বাচনেও। সভায় অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সিনি, জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ, নির্বাচন অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ফরিদ আহমেদ, মাহফুজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।