‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’ লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এভাবে বলেননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি।
বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না।’
এদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য এনসিপির নেতারা মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন দলের আহ্বায়ক।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।
জাতীয় নির্বাচনের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।