মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াছিন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা । এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেন,ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, এফডিএ’র প্রতিষ্টাতা মোঃ আজাহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, মহিলা পরিষদের সভানেত্রী অধ্যাপিকা শিপ্রা রায়,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ হাসেম আলী,রঙ্গিন সুতার সভানেত্রী সোনিয়া সুলতানা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ২৮৪ জন নারীকে মোট ২৬ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply